ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোলাপের দাম ১০ টাকা, অন্য ফুল কত?

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
গোলাপের দাম ১০ টাকা, অন্য ফুল কত? ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভালোবাসার প্রকাশ হিসেবে ফুলের হাতবদল বেশ প্রচলিত রীতি। ভালোবাসা দিবসটিতে প্রিয়জনের মুখে হাসি দেখতে হলে একটি ফুলইতো যথেষ্ট।



একদিকে ভালোবাসার রং আর অন্যদিকে ফুল হিসেবে গুরুত্বপূর্ণ- এ দুয়ে মিলে গোলাপ বেশ দাপুটে। রাজধানীর শাহবাগের ফুলের দোকানগুলো থেকে জানা যায়, একটি গোলাপের জন্য ক্রেতাকে ব্যায় করতে হবে ১০ টাকা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসের প্রথম প্রহরে শাহবাগের ফুলের মার্কেট ঘুরে ফুলের দাম সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ফুলতলা ফ্লাওয়ার শপের বিক্রেতা সবুজ বেশ ব্যস্ত সময় পার করছেন। গত দু’দিন ধরেই ঘুম নেই চোখে। জানান, গোলাপেরই চাহিদা থাকবে সবচেয়ে বেশি। প্রতি পিস লাল গোলাপের দাম এখন ১০ টাকা করে। সৌন্দর্য আর আকার বুঝে এই দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত হতে পারে।

সবুজ জানান, সাদা এবং হলুদ গোলাপের দাম ৮০ থেকে ১০০ টাকা। তবে একদিন আগের ফুল (তাজা নয় এমন) কিনলে সেটি ৫ টাকাতেও কেনা সম্ভব।

গত কয়েক বছর ধরেই রাজধানীর ফুলের বাজারে গ্লাডিওলাসের চাহিদা বাড়ছে। বিভিন্ন রংয়ের প্রতি ডাটা গ্লাডিওলাসের দাম পড়বে ১৫ থেকে ২০ টাকা।

ফুলের বাজারে সবচেয়ে দামি ফুল দেখা যায় লিলি। চায়না থেকে আমদানি করা এক ডাটা সাদা-সবুজের লিলি ফুলের মূল্য ২৫০ থেকে ৩০০।

চায়না থেকে আমদানি করা ফুলের মধ্যে রয়েছে অর্কিডও। বড় অর্কিডের দাম পড়বে ২২০ থেকে আড়াই শ’ টাকা। আর ছোট অর্কিডের দাম ৮০ থেকে ১০০ টাকা।

চায়না কান্ডিশন ফুলও এখন জনপ্রিয়। ফ্রেস ফালওয়ার শপের বিক্রেতা মোবারক বাংলানিউজকে জানান, প্রতি ডাটা ফুলের দাম ৪০ টাকা। লাল টকটকে ফুলগুলোকে দেখতে সাগরতলের প্রবালের ওপর দৌড়ানো শৈবালের মতোই লাগে কিছুটা।

বিভিন্ন রংয়ের জারব্রা ফুলের চাহিদা রয়েছে এখন। কিছুটা ছোট সূর্যমুখীর মতো দেখতে এই ফুলের দাম পড়বে প্রতি ডাটা ২০ থেকে ৩০ টাকা।

অনেক নারীই এ দিনটিতে খোপায় বেলি ফুলের মালা গাঁথতে পছন্দ করেন। প্রতিটি মালার দাম পড়বে ২০ থেকে ৩০ টাকা। গাঁদা ফুলের মালার জন্যও একই অর্থ খরচ করতে হবে ক্রেতাকে।

আর রিংয়ের মতো করে ফুলের মুকুট মাথায় তুলতে খরচ করতে হবে ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

এছাড়াও রয়েছে জিনিয়া, চন্দ্রমল্লিকা। এগুলোর দাম সময় এবং চাহিদার ওপর নির্ভর করে।

বাংলাদেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।