ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে পিস্তল, গুলি-রুপিসহ ৭ জন আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
হিলিতে পিস্তল, গুলি-রুপিসহ ৭ জন আটক ছবি: প্রতীকী

হিলি (দিনাজপুর): হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে জাপান ও বুলগেরিয়ার তৈরি ৩টি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগজিন, ২০টি জিহাদি বই, ১টি বোমা বানানোর বইসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া তাদের কাছ থেকে ১ লাখ ভারতীয় রুপিও পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অস্ত্র ব্যাবসায়ী ও হোটেল মালিক এবং হোটেল কর্মচারী তারা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আটকরা হলেন, হাকিমপুর উপজেলার ফকিরপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে বাবুল মিয়া (৪৩), হোটেল মালিক লোকমান হোসেন বেলাল (৫৫) ও তার ছেলে রাজু আহম্মেদ, সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার ইসলামপাড়া এলাকার শহীদ আলির ছেলে জাহিদ (৩২) এছাড়াও হোটেলের তিনজন কর্মচারীকে আটক করা হয়। সে তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফ আলী বাংলানিউজকে তথ্যগুলো জানান।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।