ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুবির বাসে হামলা

বিচার চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বিচার চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী  পরিবহনকারী বাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে ক্যাম্পাস।
 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ-সমাবেশ করছেন শিক্ষার্থীরা।



সকালে তারা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সমাবেশ করেন। এরআগে ক্যাম্পাসের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষাভ প্রদর্শন করে।

রোববার কুমিল্লা শহরের ঝাউতলায় কুবির ৬নং বাসে হামলা করে দুর্বৃত্তরা। এতে ২৫ জন আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এদিকে, শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা জানিয়েছে কুবি শাখা ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।