ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে বাস উল্টে নিহত ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ঢাকা-আরিচা মহাসড়কে বাস উল্টে নিহত ১ ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কে বাস উল্টে খাদিজা (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নবীনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৈকত পরিবহনের  যাত্রীবাহী একটি বাস ক্যান্টনমেন্ট এলাকায় অপর একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে উল্টে যায়। এসময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গুরুতর আহত খাদিজার মৃত্যু হয়। নিহত ওই নারী সাভারের ইমান্দিপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৮,২০১৬/আপডেট: ১২১৯ ঘণ্টা
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।