ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জামালপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ

জামালপুর: জামালপুর আশেক মাহামুদ বিশ্ববিদ্যালয় কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রীকে নিয়ে জামালপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি জিলাস্কুল মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে।

সেখান থেকে গাড়িতে করে সরাসরি সার্কিট হাউজে যান তিনি।

সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দুপুর ১২টার পর আশেক মাহামুদ কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি।

এতে সভাপতিত্ব করবেন আশেক মাহামুদ কলেজের প্রাক্তন ছাত্র বর্তমান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকীবিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, জামালপুর সদর-৫ আসনে সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

দুপুরে অনুষ্ঠান শেষে তিনি জামালপুর থেকে সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হরখালি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআই

** জামালপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।