ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বৃক্ষ আইন ও চা আইন অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বৃক্ষ আইন ও চা আইন অনুমোদন

ঢাকা: পুরনো ও ঐতিহ্যবাহী গাছ সংরক্ষণের একটি আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরিবেশ সংরক্ষণের স্বার্থে ‘বৃক্ষ সংরক্ষণ আইন-২০১৬’র নীতিগত অনুমোদন দেওয়া হয়।



এছাড়া ‘চা আইন-২০১৬’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একটি অধ্যাদেশের বাংলায় অনুবাদ করে আইনে চা নিলাম, বীজ রফতানি, নিবন্ধিত কারখানা ছাড়া চা প্রস্তুতকরণ ইত্যাদি বিষয়ে কিছু দণ্ডের বিধান রাখা হয়েছে।

আইনের বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা।
 
চা বোর্ড কীভাবে চলবে- তার গাইড করার জন্যই এ আইন।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমআইএইচ/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।