ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় নকল ওষুধ তৈরির দায়ে ১ ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
কুষ্টিয়ায় নকল ওষুধ তৈরির দায়ে ১ ব্যক্তির কারাদণ্ড ছবি: প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নকল ওষুধ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে নজরুল ইসলাম নজু (৪০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের আড়ুয়াপাড়ার এসবি ঘোষ লেনের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।



এসময় মানবদেহে ক্ষতিকর বিভিন্ন ধরনের ওষুধ, ওষুধ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের একটি দল।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাসেল মিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া বাংলানিউজকে জানান, প্রশাসনের অগোচরে দীর্ঘদিন ধরে বিভিন্ন নকল ওষুধ, সরজ্ঞাম উৎপাদন ও তা বাজারজাত করে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি করে আসছিলো নজরুল ইসলাম। এমন খবর পেয়ে তার বাসায় অভিযান চালানো হয়। আটকের পর নজরুল ইসলাম অপর্কমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত নজরুল আসলাম নজু শহরের এসবি ঘোষ লেনের মৃত চাঁদ আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।