ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: নারায়ণগঞ্জের পাগলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমতাজ (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।



মমতাজ শরিয়তপুর জেলার জাজিরার মোহরকান্দি গ্রামের মজিব মিয়ার স্ত্রী। তিনি তার স্বামীসহ নারায়ণগঞ্জের পাগলায় শাহি বাজার এলাকায় লোকমান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

মমতাজের বড় ভাই আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, বুধবার শিলাবৃষ্টির সময় একটি টিন উড়ে গিয়ে একটি বৈদ্যুতিক তারের উপর পড়ে। এ সময় মমতাজ টিনটি সংগ্রহ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টা ৪০মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মমতাজের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।