ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুপচাঁচিয়ায় দুই মাদক বিক্রেতা আটক

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
দুপচাঁচিয়ায় দুই মাদক বিক্রেতা আটক

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকদ্রব্য বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় দু’জনের কাছ থেকে ৫০ পুরিয়া গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

তিনি আরও জানান, দু’জনকে বুধবার ভোরে আটক করা হয়েছে এবং পৃথক মামলা দায়েরও করা হয়েছে।

আটক দু’জন হলেন- উপজেলার মাস্টারপাড়ার এনামুল হকের ছেলে নাজমুল হুদা (২২) ও কুন্ডুপাড়ার নজরুল ইসলামের স্ত্রী রওশন আরা (৪০)।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।