ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
রাজাপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় সোনার তরী পরিবহনের একটি নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে খুলনা-বরিশাল মহাসড়কের উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।