ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রমনায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
রমনায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর রমনা থানার শান্তিনগরে একটি নির্মাণাধীন ভবন থেকে পরে মো. ওসমান (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটির পেছনে একটি ১৩ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।



ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিকের সহকর্মী মমিন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী মমিন বাংলানিউজকে জানান, তিনি ওই ভবনের নিচে কাজ করছিলেন আর ওসমান কাজ করছিলেন ওপরের কোনো তলায়। এ সময় হঠাৎ করে নিচে পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এজেডএস/আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।