ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
গাজীপুরে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

গাজীপুর: টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বাংলানিউজকে জানান, ভোরে ওই সময়ে ওই ব্যক্তি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে চেকপ্রিন্টের লুঙ্গি ও গলায় লাল রঙয়ের মাফলার রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।