ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেতন বৈষম্য অবসানের দাবি ডিপ্লোমা কৃষিবিদদের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বেতন বৈষম্য অবসানের দাবি ডিপ্লোমা কৃষিবিদদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সরকারি কর্মচারীরা।

রোববার (ফেব্রুয়ারি ১৪) সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এই অভিযোগ আনেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশনের আহ্বায়ক মো. ফিরোজ আক্তার ও সদস্য সচিব মো. নুরুজ্জামান।



তারা বাংলানিউজকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে ডিপ্লোমা কৃষিবিদ কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের এই প্রচেষ্টার ফলেই দেশ আজ খাদ্যে উদ্বৃত্ত ও বিদেশে সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে।

তারা এ সময় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদধারীদের জন্য দশম গ্রেড বেতন স্কেল সহ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।