ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক-ট্রলির মাঝে চাপা পড়ে স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ট্রাক-ট্রলির মাঝে চাপা পড়ে স্কুলছাত্রী নিহত

শেরপুর: শেরপুর সদর উপজেলায় ট্রাক ও ইঞ্জিনচালিত বালুবাহী ট্রলির মাঝখানে চাপা পড়ে সাথী আক্তার (৯) নামে  এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চাপাতলী এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



শিশুটি সদর উপজেলার চাপাতলী এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের খালিদ বাংলানিউজকে জানান, সকালে সাথী স্কুলে যাচ্ছিল।   পথে এতিমখানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক ও  ট্রলির মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ট্রাক ও ট্রলিটি আটক করা হলেও এর চালকরা পালিয়ে গেছেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।