ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাত দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সাত দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাত দফা দাবিতে রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতি মানববন্ধন ও সমাবেশ করেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতির সদস্যরা এ কর্মসূচি পালন করেন।



সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্যদের মধ্যে সমিতির মহাসচিব মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন- সমিতির সদস্য মুক্তিযোদ্ধা মো. সহবত আলী, মুহিত চন্দ্র রায়, আবদুল সামাদ, হযরত আলী, আলতাফ হোসেন, মো. রেয়াজউদ্দীন, সেলিম ইসলাম, আবদুল গণি, অধীন চন্দ্র রায় প্রমুখ।

বক্তারা জানান, চাকরি থেকে অবসরে গিয়ে সরকারি কোনো সুযোগ-সুবিধা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবন-যাপন করছেন। এ অবস্থায় তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন।

সাত দফা দাবির মধ্যে রয়েছে- মাসিক পেনশন প্রদান, এলপিআর প্রদান, পোষ্য কোটা সৃষ্টি, এককালীন আর্থিক সহায়তা, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি জীবনের কল্যাণ তহবিলের টাকা প্রদান।

সমিতির সদস্যরা মানববন্ধন ও সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর তার কার্যালয়ে দাবির পক্ষে এক স্মারকলিপিও পেশ করেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬/ আপডেট: ১৫১৫ ঘণ্টা
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।