ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
লক্ষ্মীপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা মাহফুজ আনাম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আরও একটি মানহানির মামলা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ১২টার দিকে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু।



তার আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না বাংলানিউজকে জানান, ডেইলি স্টারে শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করায় এ মানহানির মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল ৫০ কোটি টাকার একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।