ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের রাজপথে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
খুলনায় শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের রাজপথে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের শ্রমিক পরিবারের শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ মিছিল করেছে।

মিলটিকে ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, পাট ক্রয় করে মিলের উৎপাদন চালু, বকেয়া মজুরি প্রদানসহ বেশ কয়েকটি দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।



সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা-যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তারা। এসময় শিক্ষার্থীরা খাতা দাও, কলম দাও, মিল হস্তান্তর প্রতিক্রিয়া বন্ধ করে মিলটি অবিলম্বে চালু করোসহ বিভিন্ন শ্লোগান দেয়।
 
মিছিলটি মিলের ভেতর থেকে শুরু করে খুলনা-যশোর মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শ্রমিক পরিবারের কয়েকশ’ ছাত্র-ছাত্রী ছাড়াও সর্বস্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মিছিল শেষে মিলের গেটে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলের সিবিএ সাধারণ সম্পাদক ও মালিকানায় হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, শ্রমিক নেতা সাইফুল ইসলাম লিটু প্রমুখ।

১৯৬৮ সালের ১ জুলাই খুলনার আটরা শিল্প এলাকায় মেসার্স আলীম জুট মিল লিমিটেড শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে (পি ও ২৭) মিলটি রাষ্ট্রায়ত্ব করা হয় এবং বিজেএমসির নিয়ন্ত্রাণাধীন মিল হিসেবে এখন পর্যন্ত পরিচালিত হয়ে আসছে।

১৯৮২ সালে তৎকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করে ৩০টি জুট মিল বাংলাদেশি মালিক, যাদের শেয়ার ৫১ শতাংশ রয়েছে তাদের কাছে হস্তান্তর করা হবে। সে ঘোষণা অনুযায়ী ২৯টি মিল হস্তান্তর করা হয়। কিন্তু মেসার্স আলীম গং ৪১ দশমিক ৬০ শতাংশের বেশি শেয়ার দেখাতে পারেনি বিধায় মিলটি গ্রহণ করতে ব্যর্থ হয়। সে থেকে আজ পর্যন্ত মিলটি বিজেএমসির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়:  ১৪৫৬ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।