ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দেবহাটায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীদের একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
দেবহাটায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীদের একজনের মৃত্যু ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাসের ধাক্কায় আহত দুই স্কুলছাত্রীর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া খাতুনের (১৪) মৃত্যু হয়।



খুলনা মেডিকেল কলেজ থেকে ওই ছাত্রীর শিক্ষক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সে বহেরা উত্তরপাড়ার মিঠু সরদারের মেয়ে ও বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে সকাল বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত হয় সুমাইয়া খাতুন ও আমিনা খাতুন। তাৎক্ষণিকভাবে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন আমিনা খাতুনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।