ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় বর যাত্রীর বাস খাদে পড়ে আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
গাইবান্ধায় বর যাত্রীর বাস খাদে পড়ে আহত ৩০

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় একটি বর যাত্রীর বাস খাদে পড়ে শিশুসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের বেড়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গভীর রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে জেলার সুন্দরগঞ্জ উপজেলার থেলথেলির বাজার থেকে শহরের খানকাশরীফ এলাকায় বাস যোগে ফিরছিলেন একদল বর যাত্রী। পথে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকায় ঘনকুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে শিশুসহ প্রায় ৩০ যাত্রী আহত হন।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।