ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ওয়াসার লাইনে কাজ করার সময় ট্রাকের চাপায় শাহীন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে ঢাকা উদ্যানের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ঢকা ওয়াসার প্রকৌশলী সুমন বাংলানিউজকে জানান, ঢাকা উদ্যান গেটের দক্ষিণ পাশের রাস্তায় খোঁড়াখুঁড়ি করছিলো কয়েকজন শ্রমিক। ভোরের দিকে একটি ট্রাক চাপা দিলে চার শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে শাহীন নামে এক শ্রমিক মারা যান।
নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এজেডএস/টিআই