ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুই

ঢাকা: রাজধানীর ওয়ারী ও লালবাগ এলাকায় পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন, মিলন (২৫) ও রনি (১৫)।

দু’জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছুরিকাঘাতে আহত মিলন আজিমপুর চায়না গলির বাসিন্দা। তার স্ত্রী তাহমিনা জানান, মিলন নরসিংদী যাওয়ার উদ্দেশে ভোর ৫টার দিকে বলদা গার্ডেনের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে মিলনের কাছ থেকে তারা কোনো কিছু নিতে পারেনি বলেও জানান তিনি।

অপরদিকে রনি লালবাগের শহীদনগরের ‍বাসিন্দা। তার বাবা আবদুল গণি জানান, সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে লালবাগ কাজী রিয়াজউদ্দিন রোড মিনি কমিউনিটি সেন্টার সংলগ্ন গলিতে দুজন ছিনতাইকারী রনিকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

কামরাঙ্গীচর এলাকায় তাদের একটি পাইপের কারখানা রয়েছে। ব্যবসার টাকা আদায় শেষে রনি বাড়ি ফিরছিলেন বলেও জানান তারা বাবা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই সেন্টু চন্দ্র দাশ ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমআইকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।