ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে দু’বাংলার মাতৃভাষা উদযাপনের প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বেনাপোলে দু’বাংলার মাতৃভাষা উদযাপনের প্রস্তুতি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে দুই বাংলার যৌথ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।



আয়োজকরা জানান, প্রতিবারের মত এবারও বেনাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে জাকজমকভাবে দুই বাংলার যৌথ মাতৃভাষা দিবস পালিত হবে। এ কারণে অনুষ্ঠানকে সার্থক করতে আগাম এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সেখানে দুই বাংলার আয়োজক কমিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা যায়, ২০০২ সালে সর্বপ্রথম এপারের বেনাপোল সরগম সংগীত একাডেমি নামে একটি সাংস্কৃতিক সংগঠন ও ওপারের বনগাঁ ২১ উদযাপন কমিটি স্বপ্ল পরিসরে এ যৌথ মাতৃভাষা দিবস পালন শুরু করে।

পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনে ২১ উদযাপনে দু’দেশেই আয়োজক কমিটির অনেক পরিবর্তন ঘটে। ২০১২ থেকে বৃহৎ আকারে বেনাপোল পৌরসভা এ আয়োজন করে আসছে। অনুষ্ঠানটি ভারতের পশ্চিমবঙ্গ ও যশোরের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভাষা প্রেমী নারী-পুরুষ অংশ গ্রহণে মিলন মেলায় পরিণত হয়। এবারও এপারের আয়োজক বেনাপোল পৌরসভা ও ভারতের বনগাঁ পৌরসভার সহযোগিতায় এ অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

সভার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে দলমত নির্বিশেষে সব ভাষা প্রেমীদের সঙ্গে নিয়ে ২১ উদযাপন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম ঘটবে না।

এবার এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হচ্ছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।