ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অাখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
অাখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলগেটের কাছে ট্রেনে কাটা পড়ে শাহীন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।



নিহত শাহীনের বাড়ি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নিলাখাদ গ্রামে।

অাখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাব্দুস সাত্তার জানান, সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই পথচারী ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।