বগুড়া: বগুড়ায় বিআরটিসি বাস ডিপোর এক নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে বাস চালক আবুল বাশারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে শহরের খান্দার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাশারকে আটকের পর মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী নিজেই।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
ধর্ষণের শিকার ওই নারী বগুড়া বিআরটিসি অফিসে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমবিএইচ/বিএস