পাবনা: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পাবনায় দায়েরকৃত মানহানির মামলা তদন্ত সাপেক্ষ আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার আমলি আদালত-১ এর বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসানকে এ নির্দেশ দেন।
এরআগে সোমবার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে মানহানির এ মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর/।