যশোর: যশোরে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পৃথক দু’টি মানহানির মামলা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান কবীর ও যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে মামলা দু’টি করেন।
শাহজাহান কবীরের দায়ের করা মামলায় ১০ কোটি টাকা মানহানির অভিযোগ আনা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিকে আগামী ৬ মার্চ যশোর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
অন্যদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের মামলাটিও আমলে নিয়েছেন যশোর সদর আমলি আদালতের বিচারক আবু ইব্রাহিম। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) কোনো আদেশ জানা যায়নি। এ মামলায় কোনো আর্থিক ক্ষতির পরিমাণও উল্লেখ করেননি বাদী।
যশোর আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ১/১১ এর পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা দুর্নীতির মিথ্যা তথ্য যাচাই না করেই প্রতিবেদন প্রকাশ করেছিল ডেইলি স্টার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম এ কথা স্বীকার করেন, যা একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বাদীরা মামলা দু’টি করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআই