ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ চিফ মনিরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ চিফ মনিরুল ইসলাম মনিরুল ইসলাম

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবগঠিত ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটের চিফ হিসেবে যোগদান করেছেন সদ্য পদোন্নতি পাওয়া ডিআইজি মনিরুল ইসলাম।

পদোন্নতির আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন মনিরুল ইসলাম।

এতে তিনি উল্লেখ করেন, আপনাদের শুভকামনা ও সহযোগিতার ফলে নবগঠিত ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’র চিফ হিসেবে যোগদান করলাম!!! নবগঠিত ইউনিটটি আমার অনেক দিনের স্বপ্ন! আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ! আমার প্রত্যাশা, আপনাদের শুভকামনা ও সহযোগিতা অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এনএইচএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।