বরিশাল: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবেন, তারা আমাদের গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করবেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডে বিএনডিএন মিলনাতয়েনে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা আরো শক্তিশালী করবে এটা আশা করতে চাই। জানিনা আশাটা কতোটুকু বাস্তবায়িত হবে, কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা কিন্তু ভালো নয়।
তিনি বলেন, আমাদের বর্তমান নির্বাচন কমিশন ও অন্যান্য যারা সংশ্লিষ্ট তারা অতীতে কঠোরতা প্রদর্শন করতে পারেনি। আইন-কানুন যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি।
ইউপি নির্বাচনে এটা ঘটবে না বলে আমরা আশা করতে চাই।
বদিউল আলম মজুমদার বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত না। কারণ এর মাধ্যমে বিভক্তি আরো প্রকোপ হবে। বিশেষত দলে অন্তঃকোন্দল-হানাহানি আরো ব্যাপক আকার ধারণ করবে। আমি এর বিরুদ্ধে ছিলাম, এখনো আছি।
তিনি বলেন, সরকার আগে সিদ্ধান্ত নিয়েছিল শুধু মেয়র ও চেয়ারম্যান পদেই নয়, সবগুলো পদে দলীয়ভাবে নির্বাচন করবে। তবে তাদের শুভবুদ্ধি হয়েছে। তারা দলীয়ভাবে সদস্য বা কাউন্সিলর পদে প্রার্থী দিচ্ছে না।
তিনি আরো বলেন, আশা করবো নির্বাচন কমিশন নাগরিকদের স্বার্থে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে আন্তরিকতা প্রদর্শন করবেন। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন, তারা নিরপেক্ষতা বজায় রাখবেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণমাধ্যম সত্য বিষয় তুলে ধরবে, একইসঙ্গে নাগরিক সমাজও সোচ্চার হবে। আমরা সম্মিলিত চেষ্টা চালালে হয়তা খারাপ কিছু এড়াতে পারব।
পরে বদিউল আলম মজুমদার সুজন আয়োজিত এক আঞ্চলিক পরিকল্পনা সভায় যোগ দেন। মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, মোবাসেরুল্লা, ফজলে আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, সাংবাদিক শুসান্ত ঘোষ ও মহিলা পরিষদের নুরজাহান বেগম।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআর