ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন উপলক্ষে ঝিনাইদহে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের প্রেরণা চত্বরে এ শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।



শহীদ মিনারটির শুভ উদ্বোধন করেন- মহান একুশে-র গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।

পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুর করিম মিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এছাড়া মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঝিনইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বাংলানিউজকে জানান, এডিবির অর্থায়নে ঝিনাইদহ পৌরসভার বাস্তবায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। এটির দৈর্ঘ্য ৭১ ফুট এবং প্রস্থ ৫২ ফুট।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।