বরিশাল: নিখোঁজের চারদিন পর বরিশালের আগৈলঝাড়ায় সজিব মজুমদারের (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কোদালধোয়া গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সজিব মজুমদারের উপজেলার বাটরা গ্রামের সঞ্জিত মজুমদারের ছেলে ও চতুর্থ শ্রেণির ছাত্র।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গত মঙ্গলবার সকালে সজিব তার ঠাকুর দাদার সঙ্গে বাটরা বাজারে যায়।
এসময় সজিবকে একটি দোকানের সামনে বসিয়ে রেখে দাদা বাজার করে। ফিরে এসে আর সজিবকে খুঁজে পাননি তিনি।
এ ঘটনায় বৃহস্পতিবার তার বাবা সঞ্জিত মজুমদার আগৈলঝাড়া থানায় সাধারণ ডাইরি করেন।
শনিবার সন্ধ্যায় কোদালধোয়া গ্রামের একটি ঘেরে সজিবের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
পিসি