ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

একুশে ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
একুশে ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের কর্মসূচি

ঢাকা: একুশে ফেব্রুয়ারি জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

এর মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং একুশের গান ও পঙক্তিমালা।



শনিবার (২০ ফেব্রুয়ারি) গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার খুদেবার্তায় এ কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭টা থেকে শাহবাগে ‘চলচ্চিত্র প্রদর্শনী’ হচ্ছে।

আর রাত ১০টা ১ মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শাহবাগ থেকে কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখে পদযাত্রা শুরু হবে।

‘আর ২১শে ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে শাহবাগে ‘একুশের গান ও পঙক্তিমালা’র আয়োজন করা হয়েছে,’ বলেন ইমরান এইচ সরকার।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।