কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: সারারাত নির্ঘুম দাঁড়িয়ে তারা। কিন্তু চোখে নেই বিন্দুমাত্র ক্লান্তি।
বলা হচ্ছে বিএনসিসির সদস্যদের কথা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলায় কাজ করছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সেনা, নৌ ও বিমানবাহিনীর বিএনসিসির প্রায় চার শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে।
আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারের অভ্যন্তরীণ নিরাপত্তার মূল দায়িত্ব পালন করছেন এই সদস্যরা।
দায়িত্ব পালনরতরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান। হাজার হাজার মানুষের সমাগম এখানে। শহীদ মিনারের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব বিএনসিসির। কাজটি বেশ চ্যালেঞ্জিং।
বিএনসিসির দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজ ফাহাদ বাংলানিউজকে জানান, এ দায়িত্ব পালনের জন্য সবাইকে পূর্ব প্রস্তুতি হিসেবে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখানে নানান দিক নির্দেশনা দেওয়া হয়। কোন পরিস্থিতিতে কীভাবে দায়িত্ব পালন করতে হবে সেসব নির্দেশনাও দেওয়া হয়েছে প্রশিক্ষণে।
তিনি বলেন, এখানে দায়িত্ব পালন বিএনসিসির সবার জন্য গর্ব ও আনন্দের।
নডরডেম কলেজের শিক্ষার্থী বিএনসিসির নৌ কাডেট আব্দুল্লাহ শাকের বলেন, প্রথমবারের মতো শহীদ মিনারে এমন দায়িত্ব পালন করছি। খুব ভালো লাগছে। ভবিষ্যতেও এমন দায়িত্ব আরও পালন করতে চাই।
জানা যায়, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে শহীদ মিনারের অভ্যন্তরীণ দায়িত্ব পালন করছেন বিএনসিসির সদস্যরা। পুলিশ ও র্যাবের দুই হাজারের বেশি সদস্যের পাশাপাশি ৪শ’জন বিএনসিসির সদস্য দায়িত্ব পালন করছেন।
বাং লাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এনএ/আরএইচএস/এএ