ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজে সংবাদের জের

ইবির সেই খাবারের হোটেল বন্ধ

শরিফুল ইসলাম, ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ইবির সেই খাবারের হোটেল বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়: ‘খাবার তৈরির স্থানে কুকুরের বিচরণ’  শিরোনামে বাংলানিউজে প্রকাশিত সংবাদে টনক নড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের। বন্ধ করে দেওয়া হয়েছে সেই অস্বাস্থ্যকর নোংরা হোটেলগুলো।



শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে এসে খাবারের হোটেলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।

এ সময় সহকারী প্রক্টর আনিচুর রহমান আনিচ, আব্দুল আল মোহিত, শামিম হোসেনসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে সব খাবার হোটেল বন্ধ করার নির্দেশ দেন তারা।

এদিকে বাংলানিউজে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তবে এভাবে হোটেলগুলো একেবারে বন্ধের সিদ্ধান্তেও দুঃখ প্রকাশ করেছেন তারা।

তাদের দাবি, হোটেল মালিকদের শাস্তি দিয়ে অথবা অন্য কোনো ব্যবস্থা নিয়ে হোটেল খোলা রাখতে পারতো প্রশাসন। এছাড়া হোটেলগুলোর জন্য নির্দিষ্ট কাঠামো ও নিয়ম-নীতি ঠিক করে প্রশাসনের হস্তক্ষেপে হোটেল চালু রাখলেই শিক্ষার্থীদের সুবিধা হবে বলেও জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বাইরের এসব খাবারের হোটেল বন্ধ হলে একচেটিয়া ব্যবসা শুরু করবে ক্যাফেটেরিয়া ও হলের ডাইনিংগুলো।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, প্রক্টর স্যারের এতো দ্রুত পদক্ষেপে আমরা খুবই খুশি হয়েছি। তবে হোটেলগুলো একেবারে বন্ধ না করে বিকল্প ব্যবস্থা নিতে পারতেন তিনি। কারণ হলের ডাইনিংয়ের খাবারের মান খুব একটা ভালো নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারের মান নিশ্চিতের ব্যাপারে প্রশাসন সচেতন রয়েছেন। শিক্ষার্থীরা যাতে রুচিসম্মত খাবার পায় প্রশাসন সেই ব্যবস্থা নিশ্চিত করবে।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।