ঢাকা: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যজ্ঞেশ্বর দাসাধীকারী (৫০) নামের এক হিন্দু পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় উপজেলা সদরের করতোয়া নদীর ব্রীজ সংলগ্ন শ্রী শ্রী সন্তু গৌরীয় মঠে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে একটি মোটরসাইকেল যোগে আসা তিন দুর্বৃত্ত। গৌরীয় মঠে ঢুকে তারা মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীর উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় পুরোহিতকে। বাধা দিতে গেলে দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ককটেল বিস্ফোরণে আহত হন মন্দিরের পূজারী গোপাল ও নিতাইপদ দাস। গুলিবিদ্ধ গোপালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ককটেলের আঘাতে আহত নিতাইপদ দাসকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমদ ও দেবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে পুরোহিত হত্যাকাণ্ডের প্রতিবাদে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬/আপডেট-১২৪৭ ঘণ্টা