ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
মেহেরপুরে যুবককে কুপিয়ে হত্যা

মেহেরপুর: পূর্ব শত্রুতার জের ধরে হাসিবুল ইসলাম (২৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামে এ ঘটনা ঘটে।



নিহত হাসিবুল ইসলাম ওই গ্রামের সরকারপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, ১৮ ফেব্রুয়ারি রাতে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের সোহান ক্যাডেট স্কুলে ইসলামী জলসা চলাকালে কালু হোসেন নামে এক ব্যক্তির ঘরে ঢুকে তার স্ত্রীকে নির্যাতনের চেষ্টা করেন। পরে কালুকে তার স্ত্রী বিষয়টি জানান। এর জের ধরে শনিবার রাতে হাসিবুলকে স্থানীয় আলাই হোসেনের চায়ের দোকানে ডেকে নিয়ে যান কালু। পরে  পরিকল্পিতভাবে ধারালো হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যান তিনি। স্থানীয়রা এ অবস্থায় হাসিবুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অভিযুক্ত কালুকে গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।