মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই মামাকে কুপিয়ে হত্যা করেছেন ভাগ্নে ও তার লোকজন।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই গ্রামের কেন্দুল মোল্লা (৫০) ও তার চাচাতো ভাই আজিজ মোল্লা (৫৫)।
সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গাজী বাংলানিউজকে জানান, কেন্দুলের সঙ্গে তার বোনের ছেলে জাহিদের সঙ্গে দীর্ঘদিন ধরে পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সকালে জাহিদ লোকজন নিয়ে তার মামা কেন্দুলের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান। এসময় জাহিদ ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে কেন্দুলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কেন্দুলের চাচাতো ভাই আজিজ এসময় ঠেকাতে এলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হন কেন্দুলের ছোট ভাই করিন মোল্লা।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসআই