খুলনা: খুলনায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিকে পালনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, অন্যান্য দপ্তর ও সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
ভোর ছয়টায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সকল বেসরকারি ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়েছে।
বিকেল ৩টায় শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ। সকাল সাড়ে ৭টায় প্রভাত ফেরী। প্রভাত ফেরী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি।
সকাল ৯ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টা ৩০ মিনিট হতে ১১-৩০ মিনিট পর্যন্ত কালোব্যাচ ধারণ, প্রভাতফেরী, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা, বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন (জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন), সকাল ৯টায় অডিটোরিয়াম চত্বরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল।
সকাল ৯টায় নগরভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় আলোচনা সভা এবং সাড়ে ১১ টায় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমআরএম/আরআই