ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শৈশবের শহীদ মিনার

সজিব তৌহিদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
শৈশবের শহীদ মিনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে: রাজধানী থেকে প্রায় সোয়া চারশো কিলোমিটার দূরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ভাসানী পাড়া গ্রাম। এ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া বেশ কয়েকজন শিক্ষার্থী গত বছরের মতো এবারও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার বানিয়েছে।

কাদামাটি ছেনে রাস্তার পাশে তারা বানিয়েছে এ অস্থায়ী শহীদ মিনার।

সেই শহীদ মিনারে রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে ফুল দিতে এসেছে পাড়ার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স্বাধীন, সৈকত, আশামণি, প্রথম শ্রেণির শিক্ষার্থী মিম, সুমন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাথী, রাব্বিসহ আরও বেশ কয়েকজন।

পাড়ার বিভিন্ন স্থান ঘুরে মাটি ও কলাগাছের সমন্বয়ে তৈরি পাঁচটি শহীদ মিনার দেখা গেলো। এসব মিনারকে কেন্দ্র করে শিশুদের মধ্যে তুমুল উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এদিন কেন শহীদ মিনারে ফুল দেওয়া হয় ১০ থেকে ১২ জন শিশু শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলে,  কেউ ঠিকঠাকভাবে বলতে পারেনি। তবে এটি যে ভালো কাজ, দেশপ্রেমূলক কাজ- সেটি সবাই উপলব্ধি করে।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স্বাধীন বলে, একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে সবাই ফুল দেয়, আমরাও দিলাম। মনে হয় দেশের কোনো যুদ্ধের ঘটনা আছে।

ভাষা আন্দোলনের ইতিহাস যাই হোক, ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক ও অহিদউল্লাদের কথা এই প্রত্যন্ত গ্রামের শিশুরা জানুক আর নাই জানুক- দু'দিন ধরে খেটেখুটে তারা এসব শহীদ মিনার বানিয়েছে। ভোরে ঘুম থেকে উঠে চোখ কচলিয়ে বাহারি ফুল নিয়ে তারা শহীদ মিনারে অপর্ণ করেছে।

একদিন সময়মতোই তারা তাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের কথা জানাবে।

আজ হোক না অজানা, শৈশব হয়ে থাকুক দেশপ্রেমময় স্মৃতির আকরে বন্দি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
টিআই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।