ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গগেন চন্দ্র রায় (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।



গগেন চন্দ্রের বাড়ি সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের জোতুর্ভ এলাকায়। তিনি সৈয়দপুর শহরের বাইপাস সড়কের পাশে অবস্থিত এমবিবি নামে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গগেন সকালে শক্ত মাটি কাদা করার জন্য মোটর চালিত সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।