ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সকালবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত কিরণ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি।
নিহত কিরণ মিয়ার বাড়ি উপজেলা সদরের ব্যাপারিপাড়ায়।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত ৯টার দিকে ব্যাপারিপাড়ার আবু বক্কর রকেট ও পাশের মালিগাঁওয়ের নান্নু মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে স্থানীয় সকালবাজার এলাকায় উভয়পক্ষের কয়েকশ’ দাঙ্গাবাজ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে রকেটের সমর্থক কিরণ মিয়াসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
গুরুতর অবস্থায় রাতে কিরণকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভোরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অালী অারশাদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসআই