ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
গাজীপুরে যুবকের রহস্যজনক মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় মোহাম্মদ আলী (১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আলী ময়মনসিংহের তারাকান্দা থানার কলোহরি গ্রামের মো. ইরাজ আলীর ছেলে।

পরিবারের দাবি, মোহাম্মদ আলীকে হত্যা করা হয়েছে।

নিহতের বড় বোন শিরিন আক্তার জানান, ওই এলাকায় প্রফেসর মো. বারেকের বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে মাটি কাটার কাজ করতেন মোহাম্মদ আলী।

তিনি আরও জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক যুবক বাসা থেকে আলীকে ডেকে নিয়ে যান। পরে রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে খবর দেওয়া হয়, আলী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান স্বজনরা।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় সরকার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা না অন্য কোনো ঘটনা।
 
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।