ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে গৃহিণীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
কদমতলীতে গৃহিণীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকায় স্বপ্না বেগম (৩২) নামে এক গৃহিণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ওই এলাকার ৩২৪ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বাংলানিউজকে জানান, সম্প্রতি তার স্বামী মাহফুজ আহমেদ দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে পারিবারিক দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটতে পারে। বর্তমানে নিহতের স্বামী মাহফুজ পলাতক রয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এজেডএস/এফবি/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।