আশুলিয়া (ঢাকা): সাভারে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সাইদ নামে সাত বছরের শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
তার বাবার নাম আবু সুফিয়ান।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাইদ নামে শিশুটি রাস্তা পারাপারের সময় ইতিহাস পরিবহনের নবীনগর থেকে বাইপাইলগামী একটি বাস শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। এসময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে প্রায় ২০টি গাড়িতে ভাংচুর চালায়।
এরপর পুলিশের মরদেহবাহী গাড়ি শিশুর মরদেহ উদ্ধার করতে গেলে জনতার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পুলিশ নিহতের মরদেহ না নিয়েই ফিরে যায়। উত্তেজিত জনতা শিশুর মরদেহটি মহাসড়কে রেখে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে।
এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির জানান, সড়ক দুর্ঘটনার খবরে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসএস