ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘আমি কিছু কিছু বাংলা বলতে পারি’ (ভিডিওসহ)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
‘আমি কিছু কিছু বাংলা বলতে পারি’ (ভিডিওসহ) মার্সিয়া বার্নিকাট

ঢাকা: ভাষা শহীদদের স্মরণে প্রথমেই বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বলা হয়েছে ‘অমর একুশে’। এরপর আরও ছয়টি দেশের ছয়টি ভাষায় একইভাবে ‘অমর একুশে’ উচ্চারণ করেছেন সেদেশের নাগরিকরা।



রোববার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষা শহীদদের সম্মানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের এক শ্রদ্ধাজ্ঞাপন ভিডিওতে এমনটি দেখা গেছে।

ভিডিওটি শেয়ার করা হয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে।

ভিডিওতে রাষ্টদূত বার্নিকাট বাংলা ভাষার জন্য শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। একপর্যায়ে বলেন, আমি কিছু কিছু বাংলা বলতে পারি।

এর পাশাপাশি তিনি অন্য ভাষাভাষীর কথাও উল্লেখ করেন।

একুশের সকালে ভিডিওটি স্যোশাল মিডিয়াতে শেয়ার করা হয়। দূতাবাসে কর্মরত ছয় ভাষাভাষীদের দিয়ে এটি প্রযোজনা করেছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। ভিডিওটির মন্তব্যে অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

একজন লিখেছেন, আমরা চাই, বিদেশি সব দূতাবাস তাদের নিজস্ব পেজে নিয়মিত বাংলায় পোস্ট করুক।



বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসএ/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।