ঝিনাইদহ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরবের হাইয়েল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়ার সাইফুল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৩৭) ও তাদের ছেলে আল সাইম (১২)।
নিহত শিউলী বাবা রহমত আলী বাংলানিউজকে বলেন, আমার জামাই সাইফুল ইসলাম ২০ বছর ধরে সৌদি আরবে থাকে। সেখানে একটি ওয়ার্কশপ পরিচালনা করে সে। গেল ১৮ ডিসেম্বর সে আমার মেয়ে ও নাতিকে সৌদি আরবে নিয়ে যায়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) উমরা হজ পালনের জন্য আমার মেয়ে ও নাতি মদিনায় যায়। একদিন পর সেখান থেকে মক্কায় যায় তারা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) উমরা শেষে শনিবার তারা মাইক্রোবাসে করে রিয়াদে ফিরছিল। পথে হাইয়েল নামক স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিঁটকে পড়লে ঘটনাস্থলেই আমার মেয়ে ও নাতি মারা যায়। এসময় ওই গাড়িতে থাকা আরো দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসআই