লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা এলাকার ট্রলিচাপায় রমিজ উদ্দিন (১০) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমিজ উপজেলার চর লরেন্স গ্রামের আবদুস সহিদের ছেলে। সে আল আরাফা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, সকালে করইতলার আল আরাফা মাদ্রাসার সামনে রাস্তা পার হচ্ছিল রমিজ। এসময় একটি পাওয়ার টিলার (ট্রলি) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসআই