খাগড়াছড়ি: নিখোঁজ হওয়ার তিনদিন পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝরনা নামক এলাকা থেকে আজিজুল হক শান্ত (২৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
শান্ত উপজেলার নতুন পাড়ার ছালেহ আহম্মদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটু জানান, রোববার সকালে রিছাং ঝরনা এলাকায় স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, মোটরসাইকেল নিয়ে তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আজিজুল হক শান্ত। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। অবশেষে রোববার সকালে তার মৃতদেহ পাওয়া গেলো।
তবে কারা কেন তাকে হত্যা করেছে তা জানাতে পারেননি ওসি।
এদিকে, আজিজুলের মৃত্যুর খবর শুনে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা রিছাং ঝরনা এলাকায় রাস্তা অবরোধ করে রাখে। এতে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম-ঢাকা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসআই