ঢাকা: একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারের পবিত্র বেদীতে জুতা নিয়ে উঠে যারা ভাষা শহীদদের প্রতি অসম্মান করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শান্তিনগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় ‘শহীদ বেদীতে জুতা নিয়ে উঠে শহীদ মিনারের পবিত্রতা বিনষ্টকারীদের শাস্তির দাবিতে’ সরকারের হস্তক্ষেপ চান বক্তারা।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের প্রেসিডিয়াম সদস্য শহীদ সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রোহেল, যুগ্ম-সম্পাদক হারুনুর রশীদ রনি, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার, কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক আহমাদ রাসেল, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী ও আল ইমরান শিকদার।
শহীদের আত্মত্যাগের স্মৃতির স্মরণে নির্মিত শহীদ মিনার ও স্মৃতিসৌধের পবিত্রতা যারা রক্ষা করতে পারে না তাদের আজীবনের জন্য শহীদ মিনার ও স্মৃতিসৌধে নিষিদ্ধ করার দাবি জানান নেতারা।
এদিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের নেতৃত্বে দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
কেন্দ্রীয় কমিটির পরপরই আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগরের নেতারা সভাপতি জোবায়দা হক অজন্তা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রতনের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আইএ