বরিশাল: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সজিব মজুমদার (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) আগৈলঝাড়া থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়েছে।
নিহতের বাবা সঞ্জিত মজুমদার বাদী হয়ে অশোক হালদার, অশ্রু হালদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজ জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের সঞ্জিত মজুমদারের ছেলে বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সজিব মঙ্গলবার সকালে নিখোঁজ হয়।
এরপর থেকে তার কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ শিশুর বাবা সঞ্জিত মজুমদার আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওসি আরও জানান, সন্ধ্যায় কোদালধোয়া গ্রামের একটি মাছের ঘেরে সজিবের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমজেড