পঞ্চগড়: দেবীগঞ্জ উপজেলায় যজ্ঞেশ্বর দাসাধীকারী (৫০) নামে এক পুরোহিতকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পক্ষে একটি ও নিহত যজ্ঞেশ্বর দাসাধীকারীর ভাই রবিন্দ্রনাথ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার এ ব্যাপারে বাংলানিউজকে জানান, দেবীগঞ্জের সোনাপোতা গ্রামে যজ্ঞেশ্বর দাসাধীকারী হত্যা ঘটনায় থানায় দু‘টি মামলা দায়ের করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। খুব দ্রুত জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ধারালো অস্ত্র দিয়ে যজ্ঞেশ্বর দাসাধীকারী পুরোহিতকে গলা কেটে হত্যা করে দুবৃত্তরা। এ সময় তাদের গুলি ও ককটেল বিস্ফোরণে আহত হন আরও দু’জন।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ
** পঞ্চগড়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা, দুই পূজারী আহত
** প্রতিবাদে দেবীগঞ্জে সড়ক অবরোধ